শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হয়েছে পদ্মা ব্যাংক।
সোমবার (১৮ মার্চ) বেসরকারি খাতের ব্যাংক দুটির মধ্যে একীভূত হওয়ার চুক্তি সই হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে এ সময় কর্মকর্তাদের পাশাপাশি দুই ব্যাংকের উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন।
সোমবার (১৮ মার্চ) সকালে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যানরাও সেখানে ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, ‘দেশের উন্নয়নে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, ‘এক্সিম ব্যাংকে আমানতকারীদের অর্থ নিরাপদ থাকবে ও একীভূত হওয়ার পর পদ্মা ব্যাংকের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হবেন না।’
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘সরকার আমাদের দুর্বল ব্যাংক নেওয়ার প্রস্তাব দিয়েছিল এবং সে কারণেই এক্সিম ব্যাংক পদ্মা ব্যাংককে অধিগ্রহণ করে। একীভূত হওয়ার পর পদ্মা ব্যাংকের নাম থাকবে না।’