পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১২৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৬, ২০২৩, ১১:১৩ পিএম

পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১২৫০০ টাকা

সংগৃহীত ছবি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করেছে ন্যূনতম মজুরি বোর্ড।

রবিবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত মজুরি কাঠামো ঘোষণা করেন মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

এছাড়া, বোর্ড মজুরি কাঠামোতে গ্রেডের সংখ্যা পাঁচটি থেকে কমিয়ে চারটি করা হয়েছে। এর আগে, গত ৭ নভেম্বর বেতন গ্রেডের সংখ্যা সাত থেকে কমিয়ে পাঁচে নামিয়ে এনেছিল মজুরি বোর্ড।

লিয়াকত আলী মোল্লা জানান, মজুরি কাঠামোর খসড়ায় পাঁচটি গ্রেডের প্রস্তাব করা হলেও বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনা করে তা কমিয়ে চার করা হয়।

অন্যদিকে গ্রেডের সংখ্যা কমিয়ে আনার কারণে শ্রমিকরা লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন শ্রমিক পক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি।

এর আগে ঘোষিত মজুরি পুনর্মূল্যায়নের জন্য নিম্নতম মজুরি বোর্ডে বিভিন্ন পক্ষ থেকে ১৯৪টি চিঠি আসে। এর মধ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে পাঠানো হয় ১৬৮টি চিঠি। সেসব চিঠিতে শ্রমিকের ন্যূনতম মজুরি ২৩ থেকে ২৫ হাজার টাকা করার সুপারিশ করা হয়। অন্যদিকে ন্যূনতম মজুরি কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করে চিঠি পাঠায় ২৩টি কারখানার মালিকরা। উভয়পক্ষের অবস্থান বিবেচনা করে মজুরি নির্ধারণে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের শেষ সভায় চূড়ান্ত মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা দেওয়া হয়।

Link copied!