সরবরাহের ঘাটতির অজুহাতে রাজধানীর খুচরা বাজারে ফের পেঁয়াজের দাম বেড়েছে। কেজিতে ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, এক সপ্তাহ আগেও রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশী পেঁয়াজের দাম ছিল ১০০ টাকা।
আজ শনিবার বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
একজন বিক্রেতা বলছেন, মুড়িকাটা পেঁয়াজ শেষ। সামনে অন্যজাতের পেঁয়াজ আসতে পারে। ওই সময় দাম কমবে। এক ক্রেতা বলছেন, ১২০ টাকা কেজি পেঁয়াজ কিনে অন্য বাজার করার মতো টাকাই থাকে না।
দিনাজপুরে তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। ভারত থেকে রপ্তানি বন্ধ থাকায় এবং দেশি পেয়াজের সরবরাহ কমায় দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের।
পেঁয়াজের বাজারে অস্থিরতা কমাতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের।