আজ রাতেই ভারত থেকে পেঁয়াজ আসবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

অর্থ-বাণিজ্য ডেস্ক

মার্চ ৩১, ২০২৪, ০৪:৩২ পিএম

আজ রাতেই ভারত থেকে পেঁয়াজ আসবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

আজ রাতের মধ্যেই ভারত থেকে প্রথম চালানে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে বলে নিশ্চিত করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি জানান, এরপর দ্রুত এই পেঁয়াজ টিসিবির মাধ্যমে কেজি ৪০ টাকা দরে ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করা হবে।

রোববার (৩১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের’ সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘চিনি পর্যাপ্ত আছে তাই আপাতত আনার প্রয়োজন নেই। পয়লা বৈশাখ থেকে আর মোটা, সরু বা মিনিকেট নামে চাল বিক্রি করা যাবে না। এছাড়া বস্তায় চালের জাত ও উৎপাদন খরচ কত তা মিলগেটে থেকেই চালের বস্তায় লিখা থাকতে হবে।’

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘প্রতিমন্ত্রী হিসেবে আমি সন্তুষ্ট বাজরে পণ্যের সরবরাহ ও দামে। রোজার শুরুতে পণ্যের যে দাম ছিল এখন আর তা নেই। সব পণ্যের দাম কমে এসেছে।’

Link copied!