দাম বাড়ছে ফ্রিজ-এসির

জাতীয় ডেস্ক

জুন ৬, ২০২৪, ১১:১৮ এএম

দাম বাড়ছে ফ্রিজ-এসির

প্রতীকী ছবি

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসি ও রেফ্রিজারেটর উৎপাদনে ব্যবহৃত পণ্যে আমদানি শুল্কে রেয়াতি হার প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে। ফলে এসি ও ফ্রিজের দাম বাড়বে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, “রাজস্ব আদায়ের স্বার্থে এয়ারকন্ডিশনার উৎপাদনকারী প্রতিষ্ঠান সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লিখিত বিভিন্ন প্রকার স্টিল সিটের আমদানি শুল্ক ৫% থেকে বাড়িয়ে ১০% নির্ধারণের সুপারিশ করছি। এছাড়া একই প্রজ্ঞাপনে যেসব পণ্যে আমদানি শুল্ক ১০% নির্ধারিত রয়েছে সেসব পণ্যের আমদানি শুল্ক ১০% থেকে বৃদ্ধি করে ১৫% নির্ধারণের প্রস্তাব করছি।”

বৃহস্পতিবার (৬ জুন) দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০২৪-২৫ অর্থ বছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপিত হয় জাতীয় সংসদে। 

এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট এটি। আগের অর্থ বছরের (২০২৩-২৪) বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

Link copied!