আমদানিতেও কমছে না কাঁচা মরিচের ঝাঁজ

জাতীয় ডেস্ক

জুন ৬, ২০২৪, ০৪:৩৫ এএম

আমদানিতেও কমছে না কাঁচা মরিচের ঝাঁজ

প্রতীকী ছবি

গত দুই দিন ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি বাড়লেও কমছে না কাঁচা মরিচের দাম। আমদানিকারকরা বলছেন, “দাম বাড়ার কোনও প্রশ্নই আসে না, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কাঁচা মরিচের দাম বাড়িয়ে দিচ্ছেন।”

এদিকে খুচরা বিক্রেতারা জানান, “প্রচণ্ড গরম ও কৃষকরা বোরো ধান কাটা মাড়াই নিয়ে ব্যস্ত থাকায় ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলছেন না, তাই বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমছে। দেশীয় কাঁচা মরিচের সংকট হওয়ায় সম্পূর্ণ আমদানি নির্ভর হয়ে পড়েছে এ কৃষি পণ্য।”

হিলি বাজারের খুচরা বিক্রেতা বিপ্লব জানান, “গত দু’দিন আগে কাঁচা মরিচের দাম ছিল ১০০-১১০ টাকা। এখন কেজিতে ৪০-৫০ টাকা বেড়েছে। দেশীয় কাঁচা মরিচ বাজারে পাওয়া যাচ্ছে না। তাই সম্পূর্ণ আমদানি নির্ভর হয়ে পড়েছে।”

এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাবন হোসেন মল্লিক জানান, “আমদানির অনুমতি পাওয়ার পর থেকে হিলি স্থলবন্দরে ৩ থেকে ৪ গাড়ি কাঁচা মরিচ আমদানি হতো। কয়েকদিন ধরে আমদানির পরিমাণ দ্বিগুণ বেড়েছে।”

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহীনুর রেজা শাহিন বলেন, “বন্দর দিয়ে প্রচুর পরিমাণ কাঁচা মরিচ আমদানি হচ্ছে। আশেপাশের উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে আমদানিকৃত কাঁচা মরিচ। তবে কাঁচা মরিচের দাম বাড়ার কোনও প্রশ্নই আসেনা। বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কাঁচা মরিচের দাম বাড়িয়ে দিচ্ছে।”

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ মে থেকে ৪ জুন পর্যন্ত ভারতীয় ৬১টি ট্রাকে ৫২৮ মেট্রিক টন ৮৭৬ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে।

Link copied!