বিএসইসি চেয়ারম্যান পদ ছাড়লেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

অর্থ-বাণিজ্য ডেস্ক

আগস্ট ১১, ২০২৪, ০৪:৪৫ এএম

বিএসইসি চেয়ারম্যান পদ ছাড়লেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

শিবলী রুইয়াত-উল-ইসলাম

শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ ছেড়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

শনিবার (১০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান বরাবর তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান। গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। শিবলী বলেন, “ব্যক্তিগত কারণে আমি বিএসইসি থেকে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য শনিবার রাত ১১টায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছি।”

চলতি বছর ২৮ এপ্রিল শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যান হিসেবে ৪ বছরের জন্য পুনর্নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২০ সালের ১৭ মে প্রথমবার বিএসইসির চেয়ারম্যান হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এই অধ্যাপক।

Link copied!