ডি বিয়ারস কুলিনান ব্লু ডায়ামন্ড, নিলামে উঠতে যাওয়া হীরাটি আবিষ্কার করা হয়েছে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে। কুলিনান খনির নামের সঙ্গে মিলিয়েই হীরাটির নামকরণ হয়েছে। হংকংয়ে এই এপ্রিলে নিলাম অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে ৪৮ মিলিয়ন মার্কিন ডলারের বেশি দাম পাবে দূর্লভ স্বচ্ছ নীল হীরাটি। ১৫ ক্যারটের বেশি সাইজের এ হীরাটি এ যাবৎকালে নিলামে ওঠা হীরাগুলোর মধ্যে সবচেয়ে বড়।
২০১৬ সালে ১৪.৬২ ক্যারটের ওপেনহেইমার ব্লু ডায়ামন্ড ৫৭ দশমিক ৫ মিলিয়ন ইউএস ডলারে নিলামে বিক্রি হয়।