বাজেট অধিবেশন শুরু

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা অধিবেশনে যোগ দিয়েছেন

অর্থ-বাণিজ্য ডেস্ক

মে ৩০, ২০২৩, ০৭:০৩ পিএম

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা  অধিবেশনে যোগ দিয়েছেন

একাদশ জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু হয়েছে। 

আজ বিকাল ৫টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। 

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এ অধিবেশনে যোগ দিয়েছেন।

এটি চলমান একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন। এ অধিবেশনে আগামীকাল বৃহস্পতিবার আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উত্থাপন করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদ (১) দফার ক্ষমতাবলে একাদশ জাতীয় সংসদের ২৩ তম এ অধিবেশন (বাজেট ২০২৩ সেশন) আহবান করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশ্ন জিগ্যাসা ও উত্তর পর্বের জন্য জাতীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ মিনিট সময় রেখেছেন। সংসদ সচিবালয়ের দেয়া দিনের কার্যসূচী অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প, জ্বালানী ও খনিজ সম্পদ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্ন জিগ্যাসা ও উত্তর পর্ব থাকবে বলে জানানো হয়েছে।

এছাড়া, জরুরী জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনযোগ আকর্ষণ এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহের নিষ্পত্তি করার কথা বলা হয়েছে।

পরদিন বৃহস্পতিবার (১ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল আগামী অর্থবছরের জাতীয় বাজেট সংসদে পেশ করবেন। এবছর বাজেটের আকার থাকছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচী বা এডিপি তে সরকারের লক্ষ্যমাত্রা থাকছে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.৫ শতাংশ।

আগামী ২৫ জুন সংসদে প্রস্তাবিত বাজেট পাস হবে বলে আশা করা হচ্ছে।

Link copied!