আসছে সপ্তাহে টিসিবির পণ্য বিক্রি শুরু, চূড়ান্ত হয়নি তেলের দাম

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২২, ০৬:২৬ পিএম

আসছে সপ্তাহে টিসিবির পণ্য বিক্রি শুরু, চূড়ান্ত হয়নি তেলের দাম

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) পণ্য বিক্রি আগামী সপ্তাহে ফের শুরু হচ্ছে।বিষয়টি নিশ্চিত করে টিসিবি’র মূখপাত্র হুমায়ূন কবির দ্য রিপোর্ট ডট লাইভকে বলেছেন, আগামী ১৫ বা ১৬ মের মধ্যে পণ্য বিক্রি আবার শুরু হতে পারে।”

ডিলারদের মাধ্যমে ট্রাকে করে পণ্য বিক্রি ঈদের আগে ২৪ এপ্রিল থেকে বন্ধ ছিলো। প্রায় তিন সপ্তাহ পর আবারও পণ্য বিক্রির ঘোষণা দিলেও এখনও সয়াবিন তেলের দাম কত রাখা হবে তা নির্ধারণ করতে পারেনি টিসিবি কর্তৃপক্ষ।

গত এপ্রিলে সর্বশেষ টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ, মসুর ডাল ৬৫ টাকা কেজি দরে ২ কেজি কিনতে পেরেছেন।

টিসিবির ট্রাক সেলে যখন সয়াবিন তেলের লিটার ১১০ টাকা ছিলো, তখন বাজারে এক লিটার সয়াবিনের দাম ছিলো ১৬০ টাকা।

এর মধ্যে বাজারে সয়াবিন তেলের সঙ্কট দেখা দিলে দামও বেশ বেড়ে যায়। ঈদের পর প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা নির্ধারণ করা হয়।

এই পরিস্থিতিতে টিসিবির ট্রাক সেলে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রস্তাব রয়েছে জানালেও সেটা কত টাকা তা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান হুমায়ূন কবির।

Link copied!