আসনের অর্ধেক যাত্রী নিয়ে চলছে ট্রেন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৫, ২০২২, ০৭:৪৩ পিএম

আসনের অর্ধেক যাত্রী নিয়ে চলছে ট্রেন

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে দেশের করোনাপরিস্থিতি মোকাবিলায় সরকারের জারি করা স্বাস্থ্যবিধি মেনে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে ট্রেন।

রাজধানীর কমলাপুর স্টেশন সূত্র জানায়, শনিবার সকাল থেকে অর্ধেক আসন ফাঁকা রেখেই কমলাপুর থেকে ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। ট্রেনের ৫০ শতাংশ আসনের ২৫ শতাংশ অনলাইনে এবং ২৫ শতাংশ টিকিট কাউন্টারে দেয়া হচ্ছে। যাত্রীদের মাস্ক ছাড়া স্টেশনে প্রবেশের ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি।

তবে কালোবাজারিদের কারণে টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন যাত্রীরা।  তাদের অভিযোগ, অনলাইনে টিকিট দেয়া শুরু পর পরই সব শেষ হয়ে যাচ্ছে। এ কারণে টিকিট সংগ্রহ করতে গিয়ে তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

গত মঙ্গলবার রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে আসন ফাঁকা রেখে চলাচলের বিষয়টি জানানো হয়। এর আগে সরকার দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী আজ থেকে বাসে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে না। অফিস খোলার দিনে সিটিং সার্ভিস চালু রাখা হলে কর্মস্থলে যেতে সমস্যা হবে বলে মনে করছেন অনেকে।

Link copied!