সেপ্টেম্বর ২৩, ২০২১, ১১:২৪ পিএম
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ই-কমার্স ব্যবসায় ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই তাদের জন্য সুরক্ষামূলক পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে কমিশনের ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেন। এসময় রাষ্ট্রপতি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে দেশে দ্রুত প্রসারণশীল ই-কমার্স ব্যবসায় প্রতারণা বন্ধে কার্যকর উপায় বের করার আহ্বান জানান। রাষ্ট্রপতি এসময় বলেন, এ খাতে প্রতারণাসহ ভোক্তার স্বার্থের জন্য ক্ষতিকর বিষয়গুলো চিহ্নিত করতে হবে। এবং তিনি সেগুলো কঠোর হস্তে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘ই-কমার্স একটি সম্ভাবনাময় খাত। কিছু সংখ্যক লোকের কারণে এ খাতটি যেন শুরুতেই মুখ থুবড়ে না পড়ে, সে বিষয়ে সকলকে সতর্ক হতে হবে’। তিনি বলেন, ‘প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টিতে প্রতিযোগিতা কমিশনের পদক্ষেপে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি ভোক্তারা যেন যৌক্তিক মূল্যে ও প্রত্যাশিত সময়ে মানসম্মত পণ্য পায় তা নিশ্চিত করার প্রচেষ্টা থাকতে হবে’।