রাজস্ব ভবনের সামনে বিক্ষোভ

এনবিআর চেয়ারম্যানের কুশ পুত্তলিকা পুড়ালো কর আইনজীবিরা

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ৭, ২০২৩, ০৬:১৩ পিএম

এনবিআর চেয়ারম্যানের কুশ পুত্তলিকা পুড়ালো কর আইনজীবিরা

রাজস্ব ভবনের সামনে কর আইনজীবিরা মানববন্ধন ও বিক্ষোভ করতে গিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের কুশ পুত্তলিকা পুড়িয়েছে।

ট্যাক্স রিটার্ন প্রিপারার (টিআরপি) বিধিমালা বাতিল ও আগারগাঁওয়ে অবস্হিত রাজস্ব ভবনে আয়কর আইনজীবিদের জন্য স্পেস বরাদ্দের দাবীতে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাক্সেস লইয়ার্স এসোসিয়েশন এ মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে।

টিআরপি বিধিমালা-কে একটি কালো আইন হিসেবে আখ্যা দিয়ে বলা হয় এটি আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৭৪ (২) (এফ) এর সাথে সাংঘর্ষিক।

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সভাপতি বি এন দুলাল, সাধারন সম্পাদক আ্যাডভোকেট মো: তৌহিদুজ্জামান খান (দিপু), বাংলাদেশ ট্যাক্সেস লইয়ার্স এসোসিয়েশন এর সভাপতি সাবেক এমপি আ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন, মহাসচিব আ্যাডভোকেট মোঃ খোরশেদ আলম ও দুটি এসোসিয়েশনের সদস্য আইনজীবিরা।

Link copied!