এফবিসিসিআই নির্বাচন : ঋণ খেলাপির তথ্য যাচাইয়ের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২১, ০৫:০৭ পিএম

এফবিসিসিআই নির্বাচন : ঋণ খেলাপির তথ্য যাচাইয়ের নির্দেশ

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রার্থীদের ঋণ খেলা‌পির তথ্য যাচাই‌য়ের নি‌র্দেশ দি‌য়ে‌ছে বা‌ণিজ্য মন্ত্রণালয়। বুধবার (৭ এপ্রিল) মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে প্রার্থী‌দের সিআই‌বি রিপোর্ট চেয়ে চি‌ঠি পাঠিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের ২০২১-২৩ মেয়াদের নির্বাচন ৫ মে অনুষ্ঠিত হবে। এফবিসিসিআই সংবিধির ১৫সি ধারা মোতাবেক ঋণ খেলাপিদের অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে। সেই মোতাবেক প্রার্থীদের ঋণখেলাপি তথ্য যাচাই প্রয়োজন।

নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, এরমধ্যে মনোনীত পরিচালক পদে চেম্বার গ্রুপে ১৭টি ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৭টি পদে বিপরীতে ১৬ জন করে মোট ৩২ জন প্রার্থী হয়েছেন। দুটি মনোনীত পরিচালক পদে প্রার্থী দেয়নি গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)। অপরদিকে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া জন্য চেম্বার গ্রুপের ২৩ পদের বিপরীতে ২৫ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পদের বিপরীতে ২৬ জন প্রার্থী হয়েছেন।

এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আশরাফসহ নির্বাচন বোর্ডের সদস্যদের স্বাক্ষরিত প্রার্থী তালিকায় সূত্রে তথ্য পাওয়া গেছে। তফসিল অনুযায়ী আগামী ৫ মে পরিচালক পদে ভোট গ্রহণের কথা রয়েছে। গত ৩১ মার্চ (বুধবার) নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে মোট ৮৩ জন পরিচালক প্রার্থী হয়েছেন। প্রার্থী তালিকায় অনুযায়ী এবারের নির্বাচনে একমাত্র সভাপতি প্রার্থী বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

Link copied!