ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৪:১১ পিএম
করোনা ভাইরাস সংক্রমণে সারাবিশ্বে একদম খারাপ অবস্থা থাকলেও বাংলাদেশের অর্থনীতি ভালো ছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর ফলে বিশ্বের কাছে বাংলাদেশ সমাদৃত এবং প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ভার্চুয়ালী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “আমাদের অর্থনীতি কখনো নিম্নমুখী হয়নি। সবসময় গতিশীলতা ছিল এবং প্রবৃদ্ধিও ভালো ছিল। আমরা সেজন্য বিশ্বের কাছে সমাদৃত এবং প্রশংসিত হয়েছি। হিসাবটি সহজেই পাওয়া যাবে, আগে দেখতে হবে আমাদের এখানে মূল্যস্ফীতি হলো কিনা, সেটি হয়নি। আমাদের এক্সচেইঞ্জ রেট স্ট্যাবল ছিল। রাজস্ব ১৫ শতাংশ বেশি ছিল।” রপ্তানি বাণিজ্য প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।