বাজেটে ভালো কিছুর প্রত্যাশা

গত দুই দিন শেয়ারবাজারে উর্ধমূখী ধারায় লেনদেন চলছে

অর্থ-বাণিজ্য ডেস্ক

মে ৩০, ২০২৩, ০১:৪৫ এএম

গত দুই দিন শেয়ারবাজারে উর্ধমূখী ধারায় লেনদেন চলছে

চলতি সপ্তাহে দ্বীতিয় দিনের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তে লেনদেনের পরিমান ১ হাজার ১৭৪ কোটির ঘরে অবস্হান করছে।

বাজেটকে সামনে রেখে ভালো কিছুর প্রত্যাশায় শেয়ারবাজার এভাবে উর্ধগতিতে ছুটছে বলে দাবী করেছেন বাজার বিশেষজ্ঞরা।

ডিএসই জানায়, সোমবার মোট ৩৮০টি কোম্পানির ২৩ কোটি ৯৯ লক্ষ ৮২ হাজার ৫৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে যার বাজারমূল্য ১১৭৪ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা।

আগেরদিন রবিবার লেনদেনের এ পরিমান ছিলো ১১৭৪ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা।

সোমবার লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত
রয়েছে ১৯৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো ইন্ট্র্যাকো রিফুয়েলিং, বসুন্ধরা পেপার, লাফার্জহোলসিম, সী পার্ল বীচ, ইউনিক হোটেল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, আমরা নেটওয়ার্ক ও সানলাইফ ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঃ ফাঃ, মাইডাস ফাইন্যান্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স,প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, সিএপিএম বিডিবিএল মিঃ ফাঃ, ন্যাশনাল টি, আলিফ ইন্ডাস্ট্রিজ ও দেশবন্ধু পলিমার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো ওআইমেক্স ইলেক্ট্রোড, মিডল্যান্ড ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর, বিজিআইসি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক ও প্রগতী
লাইফ ইন্স্যুরেন্স।

Link copied!