গরুর মাংস প্রতি কেজি ৫৫০ টাকায় !

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২২, ০৬:১০ পিএম

গরুর মাংস প্রতি কেজি ৫৫০ টাকায় !

পবিত্র রমজান উপলক্ষে আজ রবিবার থেকে রাজধানীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করার উদ্যোগ নিয়েছে সরকার। ২৮ রমজান পর্যন্ত রাজধানীর ১০টি স্থানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়িতে করে এসব পণ্য বিক্রি করা হবে।

এসব পণ্য পাওয়া যাবে প্রাথমিকভাবে সচিবালয় সংলগ্ন আবদুল গণি রোড, খামারবাড়ি গোলচত্বর, জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশী এবং যাত্রাবাড়ীতে। 

প্রতিটি ভ্রাম্যমাণ গাড়িতে পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৫৫০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৮০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২০০ টাকা এবং ডিম প্রতি হালি ৩০ টাকায় বিক্রি করা হবে।

আজ রবিবার রাজধানীর ফার্মগেটে কৃষিখামার সড়কের প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

Link copied!