গ্যাসের মূল্যবৃদ্ধি যৌক্তিক: অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২২, ১২:৫০ পিএম

গ্যাসের মূল্যবৃদ্ধি যৌক্তিক: অর্থমন্ত্রী

গ্যাসের মূল্যবৃদ্ধি যৌক্তিক বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্রিফিংয়ে বলেন, দাম বৃদ্ধির যৌক্তিকতা হচ্ছে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাব।

অর্থমন্ত্রী বলেন, ‘আপনি আমার জায়গায় হলে কী করতেন? আপনি যা করতেন, আমি তাই করব। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হবে, তা কি কখনো ভেবেছি আমরা?

অর্থনীতি তো এমনই। নিশ্চিত-অনিশ্চিত সব ধরনেরই পরিস্থিতি আছে। চ্যালেঞ্জিং হিসেবে যখন যেটা সামনে আসবে, তখন সেটা মোকাবিলা করব।’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী সোজাসাপটা বলে দেন, ‘অবশ্যই এটি যুদ্ধের প্রভাবে।’ দেশে পেট্রোবাংলার পাইকারি গ্যাসের দাম ৩৩ শতাংশের বেশি বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গঠিত কারিগরি কমিটি।

Link copied!