চলতি অর্থবছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে নেমে আসবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৯, ২০২২, ০৮:৩৩ পিএম

চলতি অর্থবছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে নেমে আসবে: অর্থমন্ত্রী

চলতি ২০২১–২২ অর্থবছরের শেষে দেশে মূল্যস্ফীতি তথা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মূল্যস্ফীতির কিছুটা প্রভাব বাংলাদেশের ওপরও পড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

সোমবার জাতীয় সংসদে পেশ করা ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত বাজেট বাস্তবায়নের অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণসংক্রান্ত প্রতিবেদনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এতে তিনি জানান, চলতি অর্থবছরে বিদেশে ৫ লাখ ৬৪ হাজার কর্মীর কর্মসংস্থান হয়েছে।

Link copied!