জুনে মূল্যস্ফীতি ৯ বছরের মধ্যে সর্বোচ্চ ৭.৫৬ শতাংশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২২, ০২:১৪ পিএম

জুনে মূল্যস্ফীতি ৯ বছরের মধ্যে সর্বোচ্চ ৭.৫৬ শতাংশ

দেশে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ ছাড়িয়েছে যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৪২ শতাংশ।

মঙ্গলবার মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

গত বছরের জুন মাসে দেশের মানুষ যে পণ্য বা সেবা ১০০ টাকায় পেয়েছিলেন, এ বছর মে মাসে তা কিনতে ১০৭ টাকা ৫৬ পয়সা খরচ করতে হয়েছে।

বিবিএস এর তথ্য্য বলছে, সর্বশেষ ২০১৩ সালের জুলাই মাসে মূল্যস্ফীতি ৭ দশমিক ৮৫ শতাংশে উঠেছিল। এর পরের সময়টায় তা সাড়ে ৭ শতাংশের মধ্যেই ছিল।

গত বছরের জুন মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ। আর গত ২০২১-২২ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ১৫ শতাংশ।

দেশে খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। জুনে এই দুই খাতে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৮ দশমিক ৩৮ শতাংশ ও ৬ দশমিক ৩৩ শতাংশ। এর আগের মাসে এই দুই খাতে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৮ দশমিক ৩ শতাংশ ও ৬ দশমিক ০৮ শতাংশ।

Link copied!