বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় ডলারের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় চাল, ডালসহ অনেক জিনিসপত্রের দাম বেড়ে যায়। বাজারে ডিমের দামও সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তবে বর্তমানে ডলারের দাম কমায় বাজারে ডিমের দামও কমতে শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, ডলার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক নানা উদ্যোগ গ্রহণ করেছে। ফলে কয়েক দিনে প্রতি ডলারের মূল্য ৮ টাকা কমে ১১২ টাকা নেমে আসে। বাজারে প্রায় একই দৃশ্য দেখা গেছে ডিমের ক্ষেত্রেও। ১২০ টাকা ডজন ডিম হঠাৎ ১৬০ টাকা হয়ে যায়। এতে দেশের অনেকে ডিম খাওয়া থেকে বিরত থাকতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালায়। ফলে দফায় দফায় ডিমের দাম কমতে শুরু করে। শেষ পর্যন্ত ডজনপ্রতি নেমে এসেছে ১৫০ টাকায়। যা গত মঙ্গলবার পর্যন্ত ছিল ১৬০ টাকা। কারওয়ান বাজার, মিরপুর ও মালিবাগ বাজারে ১৪৫ টাকায় ডিম বিক্রি করতে দেখা গেছে।
খোলাবাজারে নগদ ডলারের দাম ১১২ থেকে ১১৪ টাকায় নেমে এসেছে। অথচ গত বৃহস্পতিবার ডলাপ্রতি ১১৮ থেকে ১২০ টাকা গুণতে হয়েছে। কিছু সিদ্ধান্তের কারণে ডলার প্রতি ৬ থেকে ৮ টাকা কমেছে।
রাজধানীর কাওরান বাজার, মিরপুর, শেওড়াপাড়া, মোহাম্মদপুর এলাকায় গিয়ে দেখা যায়, পাইকারি বাজারে ডিমের ডজন ১০ থেকে ১৫ টাকা কমেছে।
মোহাম্মদপুরের কয়েকজন ব্যবসায়ী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে ডিম না খাওয়ার প্রচার করছেন। এতে ডিম বিক্রি কমেছে। তবে ফার্মের মুরগির ডিমের দাম কমলেও দেশি মুরগির ডিমের দাম কমেনি।