ডিএসই’র সূচক উত্থানে ১০ কোম্পানির অবদান ১৯ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৪, ২০২১, ১২:২৩ এএম

ডিএসই’র সূচক উত্থানে ১০ কোম্পানির অবদান ১৯ পয়েন্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স বেড়েছে ২০ পয়েন্ট। যার মধ্যে ১৯ পয়েন্টই অবদান রেখেছে ১০ কোম্পানি। 

যে ১০ কোম্পানির অবদান

 ১০ কোম্পানির মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, পাওয়ার গ্রিড, গ্রামীণ ফোন, তিতাস গ্যাস, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, সাইনপুকুর সিরামিক, রেনাটা বাংলাদেশ এবং ইউনাটেড পাওয়ার।  

কোন প্রতিষ্ঠানের কত দর বৃদ্ধি

সোমবার ডিএসইতে ইনডেক্স বাড়ানোতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটি দর বেড়েছে ১.১৬ শতাংশ। এরফলে কোম্পানিটি ডিএসইর ব্রড ইনডেক্সে বৃদ্ধিতে অবদান রেখেছে ৩.৭৭ পয়েন্ট।

একইভাবে শেয়ার দর বৃদ্ধির কারণে পাওয়ার গ্রিড লিমিটেড অবদান রেখেছে ২.৪৫ পয়েন্ট ও গ্রমীণ ফোন লিমিটেডের অবদান রয়েছে ২.১৭ পয়েন্ট। এই তিন কোম্পানির ডিএসইএক্স-এ মোট অবদান রেখেছে ৮ পয়েন্টের বেশি। এছাড়াও, ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স-এর সূচক বৃদ্ধিতে অবদান রাখার শীর্ষ অন্য সাত কোম্পানির মধ্যে তিতাস গ্যাসের অবদান রয়েছে ২.০২ পয়েন্ট, সামিট পাওয়ারের অবদান রয়েছে ১.৮৩ পয়েন্ট, বেক্সিমকো ফার্মার অবদান রয়েছে ১.৮২ পয়েন্ট, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের অবদান রয়েছে ১.৬০ পয়েন্ট, সাইনপুকুর সিরামিকের অবদান রয়েছে ১.২৪ পয়েন্ট, রেনাটা বাংলাদেশের অবদান রয়েছে ১.১৪ পয়েন্ট এবং ইউনাটেড পাওয়ারের অবদান রয়েছে ১.১২ পয়েন্ট।

১০ কোম্পানিটর ইনডেক্সকে টেনে উঠানোর মোট অবদান ছিলো ১৯.১৬ পয়েন্ট।

Link copied!