দুই দশক পর ডলার ও ইউরোর মান সমান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২২, ১০:৪৭ পিএম

দুই দশক পর ডলার ও ইউরোর মান সমান

২০ বছর আগে ইউরো ও মার্কিন ডলারের বিনিময় মূল্য সমতায় পৌঁছেছে। বর্তমানে ১ ইউরোর মান ১ মার্কিন ডলার হয়েছে। খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে ইউরোপের অর্থনীতিতে মারাত্মক মন্দার এই কারণ। সিএনএন এর খবরে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ২০২২ সালের শুরুর দিকের তুলনায় মঙ্গলবার ইউরোর মান প্রায় ১২ শতাংশ কমে গেছে। যার কারণেই ডলারের সমতায় ফিরেছে ইউরো।

যুদ্ধের আগে রাশিয়ার কাছ থেকে প্রায় ৪০ শতাংশ গ্যাস পেত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কিন্তু সম্প্রতি রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে ইইউ। ঠিক তখনই ইইউর কয়েকটি দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। এর ফলে ইউরোপজুড়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট শুরু হয়েছে, ইউরোর মানও কমছে।

এরপর সোমবার সকালের দিকে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ করে দিয়েছে।

এদিকে মার্কিন ডলারের মান গত কয়েক সপ্তাহে বৃদ্ধি পেয়েছে। এমনকি একাধিক মুদ্রার বিপরীতে মার্কিন এই মুদ্রার মান দুই দশকের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। ইউরোপের তুলনায় বেশ এগিয়ে আছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ।

ইউরোর মান পড়ে যাওয়ায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ২০১১ সালের পর চলতি মাসে প্রথমবারের মতো সুদের হার বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ইউরো জোনের মুদ্রাস্ফীতির হার বর্তমানে ৮ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।

Link copied!