দুবাইতে পাড়ি জমাচ্ছেন ধনী শ্রেণীর রুশ নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক

মে ৬, ২০২২, ০২:৩৫ এএম

দুবাইতে পাড়ি জমাচ্ছেন ধনী শ্রেণীর রুশ নাগরিকরা

পশ্চিমা অবরোধ থেকে বাঁচতে দুবাইতে পাড়ি জমাতে শুরু করেছেন সম্পদশালী রুশ নাগরিকরা। বিবিসির একটি প্রতিবেদন বলছে, ২০২২ সালের শুরুর ৩ মাসে দুবাইতে যে জমিজমা ও অন্যান্য সম্পদ বিক্রি হয়েছে তার ৬৭ শতাংশই কিনেছেন ধনী শ্রেনীর রাশিয়ানরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে আগের যেকোন সময়ের চেয়ে অধিক সংখ্যাক রুশদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা ও অবরোধ অব্যাহত থাকলেও এ ব্যাপারে একেবারেই চুপ রয়েছে দুবাই। মধ্যপ্রাচ্যের এ দেশটি রাশিয়ার ওপর কোন ধরণের অবরোধ আরোপ করেনি এবং ইউক্রেনে হামলার জন্য মস্কোর সিদ্ধান্তের সমালোচনাও করেনি। বরঞ্চ যেসব রুশদের ওপর কোন অবরোধ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নেই, তাদের ভিসা সুবিধা দিচ্ছে পর্যটকদের অন্যতম আকর্ষণ হিসেবে খ্যাত বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ খলিফা’র দেশ দুবাই।

রাশিয়ান একজন অর্থনীতিবিদ জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর ২ লাখেরও বেশি নাগরিক রাশিয়া ছেড়েছেন। রুশদের এ উপস্থিতিতে আবাসন ব্যবসাও জমে উঠেছে দুবাইতে। পরিস্থিতি সামাল দিতে রুশ ভাষা জানা নাগরিকদের চাহিদা বেড়ে গেছে। যেসব রুশ নাগরিকরা দুবাইতে সম্পদ কিনছেন, তাদের অনেকেই শুধু বিনিয়োগের জন্য নয়, সম্পদ কিনছেন দুবাইকে সেকেন্ড হোম (বিকল্প আবাস) বানাতে-এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা।  

Link copied!