দ্বিতীয় সর্বনিম্ন লেনদেরন রেকর্ড হলো দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। মঙ্গলবার দিন শেষে ডিএসই এর লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯০৯ কোটি টাকা। এর আগে সর্বশেষ গত ২ জানুয়ারি সর্বনিম্ন ৮৯৪ কোটি টাকার লেনদেন হয়েছিল ডিএসইতে।
কয়েক দিন ধরে দরপতনের ধারায় রয়েছে শেয়ারবাজার। তাতে সূচক কমার পাশাপাশি লেনদেনেও কিছুটা ধীরগতি ছিল। তারই ধারাবাহিকতায় লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে। ৫০ দিন পর এটিই ঢাকার বাজারের সর্বনিম্ন লেনদেন। লেনদেন কমার পাশাপাশি এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট কমে নেমে এসেছে ৬ হাজার ৯১৮ পয়েন্টে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত তিন কার্যদিবসে ডিএসইএক্স সূচকটি ১২৬ পয়েন্ট কমেছে। সূচকের পাশাপাশি লেনদেনও হাজার কোটি টাকার নিচে নেমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এদিন মূনাফা করা কোম্পানীগুলোর মধ্যে শীর্ষে রয়েছে এডিএনটেল, এপেক্সস্পিনিং, ডিএসএসএল,পেনিনছুলা লিমিটেড ইত্যাদি।