বাজেট ২০২৩-২০২৪

নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ ২ হাজার ৪০৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

জুন ২, ২০২৩, ০৪:৩৫ এএম

নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ ২ হাজার ৪০৬ কোটি টাকা

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৩-২০২৪ অর্থ বছরে নির্বাচন কমিশনের(ইসি) জন্য ২ হাজার ৩০৬ কোটি টাকা বরাদ্দের জন্য প্রস্তাব করা হয়েছে। এর বেশির ভাগ অর্থই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যয় হবে। এর আগে, চলতি অর্থ বছরের জন্য বরাদ্দ ছিল ১ হাজার ৪২৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, “২০২২-২০২৩ অর্থবছরের  জন্য ১ হাজার ৫৩৮ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছিল যা সংশোধিত বাজেটে কমে দাঁড়ায় ১ হাজার ৪২৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা।  তবে আগামী অর্থবছরে ইসির জন্য ২ হাজার ১২৪ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ২৮২ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। অর্থমন্ত্রী হিসেবে এটি তাঁর পঞ্চম বাজেট। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

Link copied!