পূর্বঘোষণা ছাড়াই ডলারের দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক

বিশেষ প্রতিনিধি

মে ৩, ২০২৩, ০৬:৪৫ এএম

পূর্বঘোষণা ছাড়াই ডলারের দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক

কোনও পূর্বঘোষণা না দিয়েই বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ১০৩ টাকা থেকে দেড় টাকা বাড়িয়ে ১০৪ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করেছে।

ডলারের চলমান সংকট ও চাহিদার বিপরীতে ডলারের দর বাজারের সাথে সমন্বয় করতে টাকার মান কমিয়ে নতুন এ হার নির্ধারণ করলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলেছে, মঙ্গলবার (২ মে) বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে মোট ৫৬ মিলিয়ন ডলার বিক্রি করা হয়।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রির বিপক্ষে মতামত দিয়ে বলেন, এতে ক’রে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বৈদেশিক মূদ্রার রিজার্ভেও চাপ বাড়ছে।

দ্য রিপোর্ট ডট লাইভকে মঙ্গলবার রাতে তিনি আরও বলেন, ডলার বিক্রি বন্ধ করে বাংলাদেশ ব্যাংকের উচিত বাজারের উপর এর বিনিময় হার ছেড়ে দেওয়া। এতে টাকার মান পড়লেও ডলার সংকট স্থায়ী হবে না। বৈদেশিক মূদ্রার রিজার্ভও সংকটজনক হওয়া থেকে রেহাই পাবে।

গত এপ্রিলের প্রথম সপ্তাহে প্রতি ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন প্রতি ডলারের দাম ১ টাকা বাড়িদয়ে ১০৩ টাকা করা হয়েছিল।

গত বছরের জুলাই মাস থেকে দেশে ডলার সংকট চলছে। চলমান বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক আমদানি ব্যয় মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার সরবরাহ করছে।

Link copied!