বাজেট ২০২৩-২৪

বাজেটে কমেছে খেলাধুলার বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

জুন ১, ২০২৩, ০৫:১৩ পিএম

বাজেটে কমেছে খেলাধুলার বরাদ্দ

২০২৩-২৪ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের জন্য মোট ১ হাজার ৩০৩ কোটির বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা গত বাজেটে বরাদ্দকৃত অর্থের চেয়ে ২২৫ কোটি টাকার কম।

বৃহস্পতিবার (১ জুন) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন।

গত বছরের সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৬২৮ কোটি টাকা। যা এবারের বাজেটের চেয়ে ৩২৫ কোটি টাকা বেশি ছিল। ফলে এবারের ক্রীড়া মন্ত্রণালয়ে বাজেট কমেছে।

গত ২০২২-২৩ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট ছিল ১৬২৮ কোটি টাকা। আর প্রথমে বাজেট ধরা হয়েছিল ১ হাজার ২৭৫ কোটি টাকা।

Link copied!