বকেয়া বেতন, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিকেরা তিন ঘণ্টার অনশন পালন করেছেন। আজ মঙ্গলবার (৩ মে) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মিলের’ শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মিলে সাড়ে ছয়শ শ্রমিক কাজ করেন। সেখানকার কয়েকজন জানান, তাঁদের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল—এই তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতনের দাবিতে ঈদের আগে থেকে শ্রমিকেরা আন্দোলন করে আসছেন। কিন্তু বেতন না দিয়ে গত ১৩ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। এর পর থেকে শ্রমিকেরা আন্দোলনে নামেন।
ঈদের দিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কারখানাটির শ্রমিকেরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি শুরু করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন, গার্মেন্টস শ্রমিক কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবীব প্রমুখ।
বেলা আড়াইটার দিকে পানি পানের মাধ্যমে শ্রমিকদের অনশন কর্মসূচি শেষ হয়। এ সময় জানানো হয়, একই দাবিতে ১০ মে ঢাকায় বেপজা চেয়ারম্যানের কার্যালয়ে মিছিল নিয়ে যাবেন শ্রমিকেরা।