বোয়িং বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ-কে নতুন বিমান কেনার প্রস্তাব দিয়েছে

বিশেষ প্রতিবেদক

জুন ৩, ২০২৩, ১০:০৭ পিএম

বোয়িং বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ-কে নতুন বিমান কেনার প্রস্তাব দিয়েছে

মার্কিন উড়োজাহাজ নির্মান কোম্পানি বোয়িং বিমান বাংলাদেশ এয়ারলাইনস কে তাদের সর্বশেষ মডেলের ৭৮৭-১০ নতুন বিমান কেনার প্রস্তাব দিয়েছে।

এর আগে ফরাসী উড়োজাহাজ প্রস্তুতকারক এয়ারবাস বিমান কর্তৃপক্ষ কে অফিসিয়ালি প্রস্তাব পাঠালে আলোচনায় দু-পক্ষের অগ্রগতিও হয়।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর বহরে মোট ২১টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে বেশির ভাগই বোয়িংয়ের তৈরি। এখন পর্যন্ত এয়ারবাসের কোনো উড়োজাহাজ নেই।

চলতি বছরের শুরুর দিকে বিমান ফরাসি উড়োজাহাজ উৎপাদনকারী প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ২টি কার্গো ও ৮টি যাত্রীবাহী বিমানসহ মোট ১০টি ওয়াইড বডি উড়োজাহাজ কেনার প্রাথমিক সিদ্ধান্ত নেয়।

এরপর গত মে মাসে প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সময় এয়ারবাসের উড়োজাহাজ কেনার বিষয়ে একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে জানা যায়।

এদিকে, এয়ারবাসের তৈরী উড়োজাহাজ কেনার খবরে এরই মাঝেই বোয়িং এর দুই শীর্ষ কর্মকর্তা ঢাকা ঘুরে গেছেন। ফিরে গিয়ে তারা তাদের উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে।

বিমানের একটি সূত্রে জানা গেছে, বোয়িং তাদের অত্যাধুনিক মডেল ৭৮৭-১০ ড্রিমলাইনারটি বিমানকে কেনার প্রস্তাব দিয়েছে। ইতোমধ্যে, বোয়িং এর ৭৮৭-৯ মডেলের যাত্রীবাহী বিমানটি বাংলাদেশ বিমানের কাছে রয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম গনমাধ্যমকে বলেন, বোয়িং সম্প্রতি এ বিষয়ে বিমানের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে।

তিনি জানান, এ বিষয়টি নিয়ে গত মঙ্গলবার (৩০ মে) বিমানের  বোর্ড সভায় আলোচনা হয়েছে।

বিমান এমডি বলেন, বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশের একটি পার্টনারশিপ রয়েছে, সেই ধারাবাহিকতায় তারা বাজারে আসা সর্বশেষ নতুন মডেলটি অফার করেছে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং সারা বিশ্বে বানিজ্যিক ও সামরিক বিমান সরবরাহে দীর্ঘ ৫০ বছরেরও বেশী সময় ধরে একাই রাজত্ব করেছে। কিন্ত সাম্প্রতিক কয়েকটি দূর্ঘটনার কারনে বোয়িং এর স্হান ক্রমান্বয়ে পতনমুখী।

গ্রাহকদের কাছে এসময়ে তুলনামূলকভাবে বেশী মনযোগ কেড়েছে এয়ারবাস। কম সময়ে ফরাসী এ কোম্পানী প্রযুক্তি, গুনগত মান ও সেবা দিয়ে নিজেদের স্হান করে নিয়েছে বিমান নির্মান ও সরবরাহের এ বিশাল বাজারে।

Link copied!