ভারতের বাজেট ঘোষণা : ডিজিটাল মুদ্রায় চমক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২২, ০৪:৪৫ পিএম

ভারতের বাজেট ঘোষণা : ডিজিটাল মুদ্রায় চমক

ভারতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন তিনি। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, আসন্ন অর্থবছরে ভারতের অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৯.২৭ শতাংশ। এছাড়া বাজেটে ডিজিটাল মুদ্রা নিয়ে বড় চমক এসেছে। পেশকৃত বাজেটে বলা হয়, নতুন একটি ডিজিটাল মুদ্রা চালু করবে ভারত, যার নিয়ন্ত্রণে থাকবে সরকার। ক্রিপ্টো মুদ্রার বেচাকেনায় দিতে হবে ৩০ শতাংশ কর।

আয়কর কমানোর পরামর্শ

বছরজুড়ে করোনাকালে মধ্যবিত্তদের স্বস্তি দিতে আয়কর কমানোর পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। তবে নির্মলা সিতারমন আয়করে কোনো ছাড় দেননি। যদিও করপোরেট কর ১৮ শতাংশ থেকে কমে হয়েছে ১৫ শতাংশ। করোনাভাইরাস মহামারি পরিস্থিতি থেকে অর্থনীতির উত্তরণ ঘটাতে বিশ্বের বহু দেশ অবকাঠামো খাতে বড় ব্যয়ের পথে হাঁটছে। এবারের বাজেটের ভারতও অবকাঠামো খাতে ব্যয় বৃদ্ধি করেছে। পেশকৃত বাজেটে গত অবকাঠামো খাতে গত বছরের তুলনায় ৩৫.৪ শতাংশ বেশি ব্যয়ের প্রস্তাব রয়েছে।

ফাইভজি চালু হচ্ছে ভারতে

ভারতের কেন্দ্রের দেওয়া বাজেটে দেশটিতে দাম কমবে পোশাকের। সস্তা হবে চামড়াজাত পণ্য। কেরোসিন, গ্যাসোলিন, জ্বালানি তেল, ডিজেল জ্বালানি, তরল প্রাকৃতিক গ্যস, তরল পেট্রোলিয়াম গ্যাসের দাম কমবে। এছাড়া মোবাইল ফোন ও সিম, হীরার গহনা ও গ্রহরত্নেরও দাম কমবে। তবে দাম বাড়বে ইস্পাতজাত দ্রব্যের। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের ভারতে চালু হবে ফাইভজি পরিষেবা।

Link copied!