স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারি বিপনণ সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রাক রমজান পণ্য বিক্রয় ও বিশেষ কার্যক্রম শুরু করেছে। এর আওতায় ভোজ্যতেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হচ্ছে।
এদিকে ভ্যেজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল (মঙ্গলবার) থেকে ভোজ্যতেল বিক্রির পরিমাণ দ্বিগুন করার সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। রবিবার (২১ মার্চ) থেকে দৈনিক ৪ লাখ লিটার করে তেল বিক্রি শুরু হয়েছে। এর আগে গত বুধবার থেকে ২ লাখ লিটার করে তেল বিক্রি করা হয়।
এ বিষয়ে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও রমজানকে সামনে রেখে আমরা এই বিক্রয় কার্যক্রম শুরু করেছি। তবে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কার্যক্রম আরও জোরদার করছি। এখন থেকে তাই দৈনিক ৪ লাখ লিটার ভোজ্যতেল বিক্রি করা হবে।’
তিনি জানান, ‘ভোজ্যতেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এখন থেকে পুরো রমজান মাসজুড়ে টিসিবির বিপনন কার্যক্রম অব্যাহত থাকবে।’
টিসিবি সূত্র জানায়, ‘বর্তমানে ৪০০ ট্রাকের মাধ্যমে সরকারি এ বিপনণ সংস্থাটি দৈনিক তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি করছে। গত বুধবার থেকে গত ৪ দিনে প্রত্যেক ট্রাকে ৫০০ লিটার তেল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া আগামীকাল থেকে প্রত্যেক ট্রাকে আরো এক হাজার লিটার তেল বরাদ্দ দেয়া হবে। অন্যান্য পণ্য চিনি, মসুর ডাল ও পেঁয়াজের সরবারহও দ্বিগুণ করা হচ্ছে।’
টিসিবি আরও জানায়, ‘ট্রাক থেকে একজন ক্রেতা দিনে ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ৯০ টাকা দরে ২ থেকে ৫ লিটার সয়াবিন তেল এবং ১৫ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনতে পারেন।’
বাণিজ্য সচিব জানান, ‘রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আগামী ১লা এপ্রিল থেকে টিসিবির খোলা ট্রাকের সংখ্যা ১০০ বাড়ানো হবে। আগামী ৬ মে পর্যন্ত মোট ৫০০ খোলা ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম চলবে।’
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্ররণে রাখতে সরকার সম্প্রতি মিল গেইটে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১১৩ টাকা, আর খুচরা বাজারে বিক্রি ১১৭ টাকা বেঁধে দিয়েছে। আর ৫ লিটারের বোতল মিল গেইটে ৬২০ টাকা, ডিলার পর্যায়ে ৬৪০ টাকা এবং খুচরা পর্যায়ে ৬৬০ টাকা নির্ধারণ করেছে সরকার।
এছাড়া প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে মিল গেইটে ১০৪ টাকা, ডিলার পর্যায়ে ১০৬ টাকা এবং খুচরায় ১০৯ টাকা।