মেক্সিকোর সঙ্গে বাণিজ্য ১০০ কোটি ডলারে পৌঁছানোর আশা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৪, ২০২১, ০২:৫৭ এএম

মেক্সিকোর সঙ্গে বাণিজ্য ১০০ কোটি ডলারে পৌঁছানোর আশা

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বাণিজ্য ১০০ কোটি ডলারে উন্নীত হওয়ার আশা করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। দেশ দু’টির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সমঝোতা স্মারক সই করেছে এফবিসিসিআই ও মেক্সিকান বিজনেস কাউন্সিল ফর ফরেইন ট্রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড টেকনোলজি (সিওএমসিই)।সম্প্রতি ওই সমঝোতা সই হয়েছে বলে রোববার (৩ অক্টোবর) এফবিসিসিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। মেক্সিকো সিটিতে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

এফবিসিসিআই’র পক্ষ থেকে সভাপতি মো. জসিম উদ্দিন এবং সিওএমসিই’র পক্ষে প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য শাখার সহ-সভাপতি অগাস্টিন গার্সিয়া রেচি সমঝোতা স্মারকে সই করেন। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের পক্ষে এমওইউ সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই পরিচালক আমজাদ হোসাইন।

সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের ব্যবসায়ীক স্বার্থের উন্নয়ন, বাণিজ্য প্রতিনিধি দলের সফর, নেটওয়ার্কিং ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে এফবিসিসিআই ও সিওএমসিই। এর মাধ্যমে দু’দেশের উদ্যোক্তাদের যৌথ মালিকানায় বিনিয়োগ বাড়ানো এবং এ সংক্রান্ত সব জটিলতা দূর করতে সর্বোচ্চ সহায়তা করতে একমত হয়েছে দুই সংগঠন। দুই পক্ষই নিজ নিজ দেশে বাণিজ্য মেলা, প্রদর্শনী, কনফারেন্স, সেমিনার এবং অন্যান্য ব্যবসায়িক কর্মকাণ্ডে বাংলাদেশ ও মেক্সিকোর ব্যবসায়ীদের অংশগ্রহণকে উৎসাহিত করবে।

বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক আন্তঃবাণিজ্যের পরিমাণ গড়ে ৪০ কোটি মার্কিন ডলারের কিছু বেশি। এই সমঝোতা স্বারকের আওতায় নেওয়া নানা কার্যক্রমের ফলে, এ পরিমাণ ১০০ কোটি ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

Link copied!