যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসার সম্পর্ক উন্নয়নে উদ্যোগী এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২০, ২০২১, ১২:২৬ এএম

যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসার সম্পর্ক উন্নয়নে উদ্যোগী এফবিসিসিআই

জাতিসংঘের ৭৬তম সাধারন অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যোগ দিতে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছে। যুক্তরাষ্ট্র অবস্থানকালে এফবিসিসিআই নেতৃবৃন্দ জাতিসংঘের ৭৬তম সাধারন অধিবেশন ও অন্যান্য অধিবেশনে প্রধানমন্ত্রীর সাথে অংশগ্রহণ করবেন।

যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা সম্পর্ক উন্নয়নে বৈঠক হবে

এফবিসিসিআই নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন ও সম্প্রসারণে উদ্যোগ নেবেন।  এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন এই ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ‘বাংলাদেশ ফরওয়ার্ড: দি নিউ ফ্রন্টিয়ার ফর গ্রোথ’ শীর্ষক বৈঠকে অংশ নেবে প্রতিনিধিদল। বৃহষ্পতিবার এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘নিউ ওয়ার্ল্ড নিউ হোপ: ইউনাইটেড নেশনস অ্যান্ড বাংলাদশ’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন এফবিসিসিআই’র সভাপতি মোঃ জসিম উদ্দিন।

রবিবার পর্যন্ত থাকবে এফবিসিসিআই প্রতিনিধি

শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবে এফবিসিসিআই বাণিজ্য প্রতিনিধিদল। ঐদিন সন্ধ্যায় আমেরিকা-বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স (এবিবিএ) আয়োজিত বিজনেস মিটিংয়ে অংশ নেবেন এফবিসিসিআই নেতৃবৃন্দ।

রবিবার, ২৬ সেপ্টেম্বর এনআরবি ওয়ার্ল্ডওয়াইড এর আয়োজনে ‘নিউ ওয়ার্ল্ড নিউ হোপ: ইউএস-বাংলাদেশ সোশিও-ইকোনোমিক পারসপেকটিভ” শীর্ষক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন।

এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেনঃ এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি  মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামিম, সহ-সভাপতি সালাহউদ্দিন আলমগীর, সহ-সভাপতি এম. এ. রাজ্জাক খান রাজ, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দীন) এম.পি, চেজ পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এম নাঈমুর রহমান, এম.পি, এফবিসিসিআই’র সাবেক পরিচালক বেনজীর আহমদ, এম.পি, এফবিসিসিআই’র পরিচালক দিলীপ কুমার আগারওয়াল, মোহাম্মাদ আনোয়ার সাদাত সরকার, রাশেদুল হোসাইন চৌধুরী (রনি), মোঃ রেজাউল করিম রেজনু, সিআইপি, মোহাম্মদ বজলুর রহমান, তাবারাকুল তোসাদ্দেক হোসাইন খান টিটু, মোহাম্মদ রিয়াদ আলী, শমী কায়সার, মোঃ নাসের, সৈয়দ সাদাত আলমাস কবীর, আবুল কাশেম খান, নাজ ফারাহানা আহমেদ, মোহাম্মদ আলী খোকন, আলমগীর শামসুল আলামিন কাজল, বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি রিজওয়ান রাহমান ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)’র সভাপতি নিহাদ কবীর।

প্রতিনিধিদলে যাবা রয়েছেন

এছাড়াও এফবিসিসিআই প্রতিনিধিদলে রয়েছেন, টোটল বিজনেস সল্যুশনস এর ম্যানেজিং ডিরেক্টর মো. মিজানুর রহমান, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক জেসমিন আক্তার, মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক নাজরীন ইয়াসমিন চৌধুরী, বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি গোলাম নাসির, অ্যাকুরেট স্টিল লিমিটেড এর ফাহিমা আখতার, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাবিনা কাইয়ুম। 

বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে আছেন এফবিসিসিআই’র কর্মকর্তা  মোহাম্মদ মামুনুর রহমান ও  খান মোঃ নুরে আলম সিদ্দিকী।সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক থেকে রওনা দেবেন বলে আশা করা হচ্ছে।

Link copied!