রমজানে ব্যাংক লেনদেন চলবে ৫ ঘণ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২২, ০৯:২৩ এএম

রমজানে ব্যাংক লেনদেন চলবে ৫ ঘণ্টা

রমজান মাস উপলক্ষে আজ রবিবার থেকে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত।

বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত (বেলা ১টা ১৫ মিনিটি হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি) ব্যাংক খোলা থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।

Link copied!