রাজধানীতে কোরবানি হবে ৯ লাখ গরু

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২১, ২০২১, ১০:২৮ পিএম

রাজধানীতে কোরবানি হবে ৯ লাখ গরু

চলতি ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীতে মোট ৯ লাখ গরু কোরবানি দেওয়া হচ্ছে। তার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬ লাখ ও  ঢাকা উত্তর সিটি করপোরেশনে কোরবানি দিবে ৩ লাখ।

বুধবার (২১ জুলাই) বিকেলে ঈদ উল আজহাার প্রথম দিন বুধবারসহ আগামী ২২ ও ২৩ জুলাই পর্যন্ত সময় হিসেব করে সিটিকরপোরেশন এ তথ্য জানিয়েছে।    

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা গণমাধ্যমে জানায়, উত্তর সিটির বিভিন্ন ওয়ার্ডে প্রায় তিন লাখ গরু কোরবানি দেওয়া হতে পারে। এ ছাড়া ছাগল কোরবানি হতে পারে আরও দেড় লাখের মতো। ডিএনসিসির ১১ হাজার ৫০৮ ও ডিএসসিসির প্রায় ১০ হাজার কর্মী ঈদের দিন থেকে বর্জ্য অপসারণে নিয়োজিত থাকবেন। তবে ডিএনসিসি’র অনলাইন হাটে এপর্যন্ত কতটা গরু বিক্রি হয়েছে এমন প্রশ্নের জবাব তিনি দিনে পারেননি।

অপরদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)' র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন গণমাধ্যমে বলেন, বিগত বছরগুলোর সঙ্গে তুলনামূলক হিসাবে দক্ষিণ সিটিতে এবার পশু কোরবানির কিছুটা কম হতে পারে। করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে ছয় লাখের মতো গরু কোরবানি হবে। দক্ষিণে গরুর পাশাপাশি ছাগলসহ অন্য আরও আড়াই থেকে তিন লাখ পশু কোরবানি হবে।

ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমে বলেন, ডিএসসিসির আওতাধীন এলাকা ও পশুর হাটগুলোর বর্জ্য ব্যবস্থাপনা মাঠপর্যায়ে তদারকের জন্য ১০টি দল গঠন করা হয়েছে। এ ছাড়া একটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে।

Link copied!