সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করলো সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২২, ০৭:৪৭ পিএম

সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করলো সরকার

ভোক্তাদের নাগালের মধ্যে দাম রাখতেই কিছুটা কমিয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। আসছে ঈদুল ফিতর পর্যন্ত এ দাম কার্যকর থাকবে। রবিবার সচিবালয়ে তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

নতুন নির্ধারণ করা দামে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বোতলজাত ৫ লিটার তেলের দাম ৩৫ টাকা কমে হয়েছে ৭৬০ টাকা। এছাড়া, খোলা সয়াবিন তেলের দাম ৪ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য সচিব আরও বলেন, “রবিবার থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরো পাঁচ-ছয় দিন সময় লাগতে পারে।” পাম অয়েলের দাম আগামী ২২ তারিখে নির্ধারণ করা হবে বলেও তিনি জানান।

তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অন্যদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এস এম শফিকুজ্জামান, সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা উপস্থিত ছিলেন।

Link copied!