এপ্রিল ২৩, ২০২২, ০৪:৩৫ পিএম
টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৪০ কেজি ওজনের সামুদ্রিক কোরাল মাছ। স্থানীয়ভাবে এটি ভোল কোরাল নামে পরিচিত। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকায়।
শনিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয় রশিদ মাঝি নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. হাবিব খাঁন বলেন, শনিবার ভোরে সৈকতের দিকে গেলে চোখে পড়ে বিশাল আকৃতির ভোল কোরাল মাছটি। মাছটি দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমে যায়। তিনি আরও বলেন, বালু চরেই মো. ইসমাইল নামের এক ব্যবসায়ী ১ লাখ ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন। এরপর তার কাছ থেকে ২০ হাজার টাকা বেশি দিয়ে আরেক ব্যবসায়ী মাছটি কিনে টেকনাফে নিয়ে যান।
রশিদ মাঝির আশেপাশে এ রকম আরও ৪-৫টি টানা জাল থাকলেও মাছ না পড়ায় অনেকে জাল গুটিয়ে নিয়েছেন। কিন্তু রশিদ মাঝির জালে একের পর এক এ রকম মাছ ধরা পড়ছে। এমনকি গত বছরও একই স্থানে, একই জালে এক সঙ্গে ছয়- সাত লাখ টাকার মাছ পড়েছে বলে জানান হাবিব খাঁন।