ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৬:৫৮ পিএম
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে দুদেশ কাজ করছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনার সুফিউর রহমান অস্ট্রেলিয়ার বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড্যান তেহানের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বলে জানানো হয়েছে।
দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে অগ্রগতির লক্ষ্যে আগামী ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার ক্যানবেরায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বসবে দুদেশ। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) অধীনে গত বছরের ১৫ সেপ্টেম্বর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়।
অস্ট্রেলিয়া সম্প্রতিকালে অবকাঠামো, তথ্য-প্রযুক্তি, খনিজ এবং অন্যান্য সম্ভাব্য খাতে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান প্রধান সুযোগগুলো চিহ্নিত করতে একাধিক গবেষণা চালুর ঘোষণা দিয়েছে।