৬ ঘন্টায় জাকারবার্গের ৬০০ কোটি ডলারের ক্ষতি: ব্লুমবার্গ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২১, ১০:০০ এএম

৬ ঘন্টায় জাকারবার্গের ৬০০ কোটি ডলারের ক্ষতি: ব্লুমবার্গ

সার্ভারজনিত সমস্যায় বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সেবা দীর্ঘ ৬ ঘন্টা বন্ধ থাকায় প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মোট সম্পদের অন্তত ৬ বিলিয়ন ডলার বা ৬০০ কোটি ক্ষতি হয়েছে। এর ফলে বিশ্বের ধনীদের তালিকা থেকে নিজের অবস্থান নিচে নেমে এসেছে। নিউ ইয়র্কভিত্তিক ব্লুমবার্গ মিডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

বাংলাদেশ সময় সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর থেকে এ সমস্যা দেখা দেয়। টানা ৬ ঘন্টা পর মঙ্গলবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে সচল হয় সাইটগুলো। ফেসবুকের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।

ব্লুমবার্গের ওই প্রতিবেদনে বলা হয়,স্থানীয় সময় সোমবার (০৪ অক্টোবর) শেয়ার বাজারে ফেসবুকের শেয়ারের দাম কমেছে শতকরা ৪ দশমিক ৯, যা গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে হিসেব করলে অন্তত ১৫ শতাংশ কম।

ব্লুমবার্গের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বর্তমানে জাকারবার্গের নেট সম্পদের পরিমান কয়েক সপ্তাগ আগেও ছিল ১৪০ বিলিয়ন ডলার। বর্তমানে তার সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১২১.৬ বিলিয়ন মার্কিন ডলারে। নেট সম্পদ কমে যাওয়ায় বিলিয়নিয়ার ক্লাবে বিল গেটসের নিচে ৫ নম্বরে অবস্থান করছেন জাকারবার্গ।

Link copied!