জুলাই ১৬, ২০২৩, ০৮:৩১ পিএম
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস এন্ড কমার্স (এফবিসিসিআই) এর ২০২৩-২৫ মেয়াদের জন্য নির্বাচনে ৮০ টি পরিচালক পদের বিপরীতে বৈধ মনোনয়নপত্রের সংখ্যা দাড়িয়েছে ১৩৪ টি।
নির্বাচন পরিচালনা বোর্ড কর্তৃক সর্বশেষ এ তালিকা রবিবার ১৫ জুলাই প্রকাশ করা হয়।
শিডিউল অনুযায়ী আগামী ৩১ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে ব্যাংকঋণ ও কর খেলাপী হওয়ায় প্রথমিক বাছাইয়ে ৩২ প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন পরিচালনা বোর্ড। পরে আপিল করে ২৭ জন প্রার্থীতা ফিরে পেয়েছেন।
চুড়ান্তভাবে বাদ পড়েন পাঁচ জন মনোনয়নপত্র ও ভোটার তালিকার স্বাক্ষরের মধ্যে গরমিল এবং মনোনয়নপত্রে কাটাকাটি, ব্যাংকঋণ ও কর খেলাপী হবার কারনে।
তিনজনের প্রার্থীতা মনোনয়নপত্র ও ভোটার তালিকার স্বাক্ষরের মধ্যে গরমিল এবং মনোনয়নপত্রে কাটাকাটির কারণে চুড়ান্তভাবে বাতিল হয়েছে।
আর ব্যাংকঋণ ও কর খেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল হওয়া শফিকুল ইসলাম ভরসা ও জাকির হোসেন প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন বোর্ডে আপিল করেননি। এ পাঁচজন নির্বাচনে প্রার্থীতা করা থেকে চুড়ান্তভাবে বাদ পড়লেন।
এ সংগঠনে মোট পরিচালক পদ ৮০টি। জেলাভিত্তিক বাণিজ্য সংগঠন বা চেম্বার থেকে ৪০ জন পরিচালক হন আর অবশিষ্ট ৪০ পদে নির্বাচিত হয়ে থাকেন পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠন বা এসোসিয়েশন থেকে।
আগামী মঙ্গলবার (১৮ জুলাই) পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ রয়েছে।