তিন দফা তারিখ পেছানের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে শিক্ষক বদলি কার্যক্রমের পাইলটিং শুরু হবে বুধবার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন কার্যক্রমের উদ্বোধন করবেন।
মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অনলাইনে শিক্ষক বদলি কার্যক্রমের পাইলটিং শুরু হতে যাচ্ছে। বুধবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালিয়াকৈর থেকে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান উপস্থিত থাকবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনা মহামারির সময়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় ২০২০ সালের ২৫ অক্টোবর প্রতিষ্ঠানটির এক আদেশে শিক্ষক বদলি বন্ধ করে দেওয়া হয়।