কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি; বেতন প্রায় দেড় লাখ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৩, ১১:০০ এএম

কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি; বেতন প্রায় দেড় লাখ টাকা

কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের লোগো। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে নিউট্রিশন প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

পদের নাম: নিউট্রিশন প্রোগ্রাম ম্যানেজার

পদসংখ্যা:

আবেদনের যোগ্যতা: নিউট্রিশন–সংক্রান্ত বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নিউট্রিশন, ফুড সিকিউরিটি, লাইভলিহুড, স্কিল ডেভেলপমেন্ট নূন্যতম পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজিং প্রজেক্ট/প্রোগ্রাম বাজেটে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। রোহিঙ্গাদের নিয়ে ভালো জানাশোনা ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন: মাসিক বেতন ১ লাখ ৪৯ হাজার ৪৯৫ টাকা।

 অন্যান্য সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন করবেন:

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেটসহ  recruitment.bgd@concern.net   এই ই-মেইল ঠিকানায় মেইল করতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

উল্লেখ্য,  প্রার্থীরা ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবে।

  

Link copied!