প্রশ্নফাঁসের অভিযোগের পরও অডিটর পরীক্ষার ফল প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২২, ০৫:৪৪ পিএম

প্রশ্নফাঁসের অভিযোগের পরও অডিটর পরীক্ষার ফল প্রকাশ

প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের অডিটর পদের নিয়োগে (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ২০৭ জন। রবিবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের ডিফেন্স ফাইন্যান্স বিভাগের অডিটর পদে নিয়োগের লক্ষ্যে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় প্রাথমিকভাবে এক হাজার ২০৭ জন উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের ওয়েবসাইট এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে।

মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র এবং মূল সনদ দেখাতে হবে। কোনো প্রার্থী অসদুপায় অবলম্বন বা প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর ত্রুটি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে এমনকি নিয়োগ পাওয়ার পরও প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হবে।

Link copied!