টিকা না পাওয়া শিক্ষার্থীদের দ্রুত টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৩:৩২ পিএম

টিকা না পাওয়া শিক্ষার্থীদের দ্রুত টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যেসব শিক্ষার্থী এখনও টিকা পায়নি তাদের টিকা দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আসছে ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খুলে দিলে কোনো সমস্যা হবে না বলেও তিনি জানান।  

শনিবার দুপুর ১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের শুভ্র সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

২১ ফেব্রুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠান আর ছুটি বাড়ানো হবে না বলে শিক্ষামন্ত্রীর বক্তব্য তুলে ধরে জাহিদ মালেক বলেন, “যে সব শিক্ষার্থী টিকার আওতায় এখনও আসেনি তাদের দ্রুত টিকা দেয়ার ব্যবস্থা করা হবে।”

আরও পড়ুন-শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আর বাড়ানো হবে না: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্কুল কলেজের প্রায় সব শিক্ষার্থীকে টিকা দেয়া হয়ে গেছে এবং অনেকেই বুস্টার ডোজ নিয়েছে। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে শিক্ষার্থীদের সমস্যা হবে না। যদি কোথাও শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা দেখা যায়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।”

করোনা সংক্রমণের হার আগের চেয়ে কমে এসেছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, “দীর্ঘদিন আমাদের ছেলে-মেয়েরা অর্থাৎ শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে নাই। বিশ্বের বিভিন্ন দেশে স্কুল-কলেজ খুলছে এবং শিক্ষার্থীরা ক্লাস করছে। ‘সুতরাং আমরা মনে করি, স্কুল-কলেজ খুলে দিলে তেমন কোনো সমস্যা হবে না।”

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানোর কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানেসশরীরে পাঠদান বন্ধ থাকবে।

Link copied!