জুলাই ২৬, ২০২২, ০৯:১৩ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বেলা ১১টার দিকে শুরু হতে যাওয়া পরীক্ষায় দুই হাজার ১৯ আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৭ হাজার ২৩৭ জন।এই হিসাব অনুযায়ী প্রতি আসনের জন্য ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছেন।
মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরপর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রুপ-২, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-৩ এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-৪ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ৬০ ভাগ আসন বরাদ্দ উচ্চ মাধ্যমিকে মানবিক বিভাগ থেকে পাস করে আসা শিক্ষার্থীদের জন্য। অবশিষ্ট ৪০ ভাগ আসন রয়েছে এইচএসসিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পাস করা শিক্ষার্থীদের জন্য।
ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে বাংলায় ৩৫ নম্বর, ইংরেজিতে ৩৫ নম্বর ও সাধারণ জ্ঞানে ৩০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
প্রসঙ্গত, আগামীকাল (২৭ জুলাই) অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এ পর্যায়ে গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বাণিজ্য শাখার, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রুপ-২ এ বিজ্ঞান শাখার, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত গ্রুপ-৩ এ মানবিক শাখার শিক্ষার্থীরা পরীক্ষায় বসবেন।