সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০১:০৩ এএম
ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষার্থী এবং ফুটপাতের দোকানদারদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয় বলেও জানা যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী হিসেবে দাবি করা শিক্ষার্থীদের বন্ধুরা।
আহতদের মধ্যে রয়েছে রোবোটিকস এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহফুজুর রহমান আলিফ (২২), ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আজিম মাহমুদ তৌহিদ (২১), ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বায়োজিদ (২২), মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সিফাতুল ইসলাম (২১) এবং আরো কয়েকজন শিক্ষার্থী।
এ বিষয়ে ভুক্তভোগী দাবি করা মাহফুজুর রহমান আলিফ বলেন, তারা বন্ধুরা মিলে ধানমন্ডি এলাকার উমুক্ত মঞ্চ রবীন্দ্র সরোবরে ঘুরতে গিয়েছিলেন এবং এক পর্যায়ে একটি জায়গায় বসে "উনো" খেলা শুরু করেন।
স্থানীয় দোকানদাররা তাদের মেয়ে সহপাঠীদের নিয়ে অত্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং তাদের জেরা করতে শুরু করেন, যেটি কিনা এক পর্যায়ে যৌন হয়রানিতে রুপ নেয়।এর প্রতিবাদে শিক্ষার্থীদের সাথে দোকানদের কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায় বলে দাবি আলিফের।
এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে আহত শিক্ষার্থীরা ক্ষতিপূরণের দাবি করবে বলে জানা গেছে।
ফুটপাথের দোকানদাররাও তৎক্ষনাত ঘটনাস্থল ত্যাগ করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রাথমিক ভাবে ধানমন্ডি থানার পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।