ঘূর্ণিঝড় ‘রেমাল’: যা বলল শিক্ষা মন্ত্রণালয়

জাতীয় ডেস্ক

মে ২৬, ২০২৪, ০৫:১২ পিএম

ঘূর্ণিঝড় ‘রেমাল’: যা বলল শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়

ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কারণে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পরিস্থিতি বিবেচনা করে ওই সব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার ও শ্রেণি কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

দুর্যোগ পরিস্থিতিতে উপকূলীয় জেলাসহ সংশ্লিষ্ট জেলায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশ অনুযায়ী রোববার (২৬ মে) এক বিজ্ঞপ্তিতে এই আশ্বাস দেওয়া হয়।

এতে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’ দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা অতিক্রমের আশঙ্কা রয়েছে। এই অবস্থায় উল্লিখিত নির্দেশনা দেওয়া হলো।

স্কুল বন্ধ থাকা নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘রেমাল’ পরিস্থিতিতে যা বললেন শিক্ষামন্ত্রী
এদিকে ঘূর্ণিঝড় ‘রেমাল’ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, “দুর্যোগকালীন সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে স্ব স্ব জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে।”

রোববার (২৬ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত এডিপি বাস্তবায়ন ও চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে এ কথা বলেন তিনি।

Link copied!