সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৬:১৫ পিএম
ছবি: সংগৃহীত
পোষ্য কোটা স্থগিতে উপাচার্যের নেওয়া সিদ্ধান্তই বহাল রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এমন সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার, ২১ সেপ্টেম্বর সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সভায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
পোষ্য কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেটের এই জরুরি সভা হয়। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপাচার্যের বাসভবনে এ সভা শুরু হয়।
বিকেল পাঁচটার দিকে সিন্ডিকেটের সভা শেষে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।
অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ জানান, দুটি কমিটির মধ্যে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং আরেকটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সভায় সহ-উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার নিন্দা জানানো হয়। আর রাকসু নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বলে সভায় জানানো হয়েছে।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।