রেলপথ অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি

জুলাই ৮, ২০২৪, ০২:২৯ পিএম

রেলপথ অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদ ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সোমবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন ফ্লাইওভারের নিচে রেলপথ অবরোধ করে এ বিক্ষোভ শুরু করেন তারা। দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।

এর আগে  সকাল ১১ টা থেকে বিভিন্ন হল থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় ২ হাজার শিক্ষার্থী পরবর্তীতে চারুকলা সংলগ্ন ফ্লাইওভারের নিচে রেলপথ অবরোধ করে অবস্থান নেন। 

এ সময় ‍‍`১৮ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার‍‍`, ‍‍`মেধাভিত্তিক নিয়োগ চাই, প্রতিবন্ধী ছাড়া কোটা নাই‍‍`, ‍‍`ছাত্রদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন‍‍`, ‍‍`মেধাবীদের কান্না, আর না আর না‍‍` ইত্যাদি স্লোগানের মাধ্যমে তারা প্রতিবাদ জানান।

এ সময় তারা চারটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো, ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কার করতে হবে। 

এছাড়াও কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধাকোটায় শূন্যপদ পূরণ করতে হবে। ব্যক্তি তার জীবদ্দশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটা ব্যবহার করতে পারবে। পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। প্রতি জনশুমারির সঙ্গে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পুনর্মূল্যায়ন নিশ্চিত করতে হবে। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুন, ১, ২, ৪, ৬ এবং ৭ জুলাই একই দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। 

Link copied!